protect/ কিভাবে ফেইসবুক প্রটেক্ট করবেন দেখে নি



 ফেসবুকের একটি নতুন আপডেট সম্প্রতি এসেছে যার নাম৷ Facebook Protect। এই নোটিফিকেশনটি পেয়েছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। তাদেরকে বলা হয়েছে যে ২৮ অক্টোবরের মধ্যে Facebook Protect  নামে যে অপশন টি আছে সেটি যদি চালু না করা হয় তাহলে তাদের Facebook Account Lock  হয়ে যাবে। 

ফেসবুক ব্যবহারকারী যারা এই নোটিফিকেশনটি পেয়েছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন যে Facebook Protect  কি এবং এটি কিভাবে কাজ করে এ ব্যাপারে ওয়েবসাইটে বলা হয়েছে যে কিছু অ্যাকাউন্ট বাড়তি নিরাপত্তার জন্যই তারা নতুন ফিচারটি নিয়ে এসেছে। 

এই ফিচারটি মূলত যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং প্রচারণা এবং তাদের যারা প্রতিনিধি আছে তাদের একাউন্টকে বাড়তি একটা সুরক্ষা দেবে। 

এই ফিচারটি যুক্তরাষ্ট্র জার্মানি সেখানে ব্যবহার করা হয়েছিল যারা নির্বাচন প্রার্থী ছিল তাদের একাউন্টকে সুরক্ষা দেওয়ার কাজে ব্যবহার করা হয়েছিল। 

ফিচারটি পৃথিবীর অন্যান্য দেশে এখন থেকে ব্যবহার করা হবে বলেও ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি জানায়।

ফেসবুক কতৃপক্ষ আরো জানায় যে আপনার একাউন্টে বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনার একাউন্টে অবশ্যই শক্তিশালী হওয়া দরকার যার জন্য তারা ইতিমধ্যে লগ ইনের ক্ষেত্রে উন্নত নিরাপত্তা ব্যবস্থা করেছে। পরবর্তীতে তারা আরও ভালোভাবে ফেসবুক প্রটেক্ট প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানাবেন। যারা ইতিমধ্যে নোটিফিকেশন পেয়েছেন তারা ফেসবুক প্রোটেক্ট Learn More এ গেলে এই বিষয়ে কেন নিরাপত্তা বেশি জরুরি তা বিস্তারিত জানতে পারবেন। 

ফেসবুকের কিছু একাউন্টধারী আছে যাদের ফলোয়ার সংখ্যা অনেক এবং কিছু পেজ আছে যাদের অনেক ফলোয়ার আছে হ্যাকাররা বরাবরই তাদের Facebook Account Hacked  করার ব্যাপারে বেশি আগ্রহী মূলত তাদের নিরাপত্তার জন্য ফেসবুকেই ফিচারটি চালু করেছে। 

ফেইসবুক সবাইকে এই নোটিফিকেশন দেয়নি যাদেরকে মনে করেছেন যে নিরাপত্তা দরকার শুধু তাদেরকেই এই নোটিফিকেশনটি দিয়েছে। 


so এবার আসি মুল টপিকে...


এখন আমি আপনাদে দেখাবো কিভাবে fecebook protect করবেন, আপনাদের সুবিধার্থে আমি স্কিন সর্ট দিয়ে দিলাম, আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিন,


প্রথমে চলে যাবেন ফেইসবুক Setting অপশনে, 

সেখানে যাওয়ার পর দেখবেন (Password & Security) নামক একটি অপশন আছে, সেটাতে ক্লিক করবেন,


ক্লিক করার পর ফেইসবুক আপনাকে এই কোঠায় নিয়ে আসবে,যেখানে আছে (Check your important security settings) 

এটাতে ক্লিক করলে ফেইসবুক আপনেক নিয়ে আসবে (Security Checkup)অপশনে,যেখান থেকে ফেইসবুক প্রটেক্ট চালু করা হয়, 



সেখানে যাওয়ার পর  আপনি (Turn on login alert)

আপশনে ক্লিক করবেন,তারপর আপনাকে এখানে নিয়ে আসবে, এখানে আসার পর আপনি নিচে তিনটি অপশন দেখতে পারবেন এবং এই তিনটাই আপনাকে চালু করতে হবে,

তারপর সেখান থেকে বেক করে আবার দেখতে পারবেন..... 



(turn on two-factor authentication) নামক একটি অপশন, সেখানে ক্লিক করলে ফেইসবুক আপনাকে এখানে নিয়ে আসবে,

যেটি হলো মুল কাজ,মানে ভেরিফাই আরকি,আসার পর আপনি দেখবেন,আপনি কোন মেথড এ আপনার ফেইসবুক ভেরিফাই করবেন সেটা বলা হইছে,আপনি (text message sms) আপশনটিতে ক্লিক করবেন,

ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসা হবে

 যেখানে ভেরিফাইয়ের জন্যে আপনার নাম্বার চাইবে, আপনার যে নাম্বার দিয়ে ফাইসবুক খুলা আপনি সেই নাম্বারটি দিবেন,দেওয়ার পর(continue) তে ক্লিক করবেন,


তারপর আপনকে সেইসবুক থেকে একটি ভেরিফাই কোড দেবে,

আপনি সেটা বসাইয়া (continue) করবেন, ব্যাস! হলে গেলো ফেইসবুক প্রটেক্ট 🥰


ধন্যবাদ,

written by Rajjak Husen✌️

Over Smart


Comments

Post a Comment