মানুষের শরীল নিয়ে কিছু অজানা তথ্য

 

হেলো বন্ধুরা, আজ আলোচনা করবো মানুষের শরীলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে,যা জানলে আপনিও অবাক হবে! তো চলুন জেনে জেওয়া যাক...



মানুষের শরীর নিয়ে কিছু অজানা গুরুত্বপূর্ন তথ্যঃ-

১. জীবদ্দশায় একজন মানুষ প্রায় ১৫০ লাখ কোটি তথ্য মনে রাখতে পারে।

২. তৃষ্ণা পাওয়া মানে, শরীর ১ শতাংশ পানি এরমধ্যেই হারিয়ে ফেলেছে।

৩. মস্তিষ্ক প্রতি ঘন্টায় ২৭৪ কিলোমিটার বেগে স্নায়ুতে অনুভূতি প্রেরণ করতে পারে।

৪. ক্যামেরার পারিভাষায় মানুষের চোখ ৫৭৬ মেগাপিক্সেলের।

৫. মানুষের নাক আর কানের বৃদ্ধি কখনো বন্ধ হয় না।

৬. মানুষের দেহের চার ভাগের এক ভাগ হাড়ই থাকে তার পায়ে।

৭. খাবার খেতে মাত্র কয়েক মিনিট লাগলেও তা সম্পূর্ণ হজম করতে আপনার শরীরের প্রায় ১২ ঘন্টা সময় লাগে।

৮. মানুষের ডিএনএ-এর ৯৮.৪ শতাংশ শিম্পাঞ্জির সাথে এবং ৭০ শতাংশ জোঁকের সাথে মিলে যায়।

৯. মানুষের মস্কিষ্ক দিনের বেলার তুলনায় ঘুমের সময় বেশি সক্রিয় থাকে।

১০. মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া বড়োজোর পাঁচ থেকে দম মিনিট বেঁচে থাকতে পারে।

১১. জীবনে যদি একবারও চুল না কাটেন, তবে তা ৭২৫ কিলোমিটার লম্বা হবে।

১২. গন্ধ শুঁকেও ওজন কমানো সম্ভব!! আপেল আর কলার ঘ্রাণে নাকি ওজন কমে!

১৩. পৃথিবীতে একমাত্র একটি প্রাণীই চিৎ হয়ে ঘুমাতে পারে- মানুষ।

১৪. সুস্থ সবল কিডনি প্রতিদিন প্রায় ৩০০ বার মানুষের শরীরের রক্ত পরিষ্কার করে।

১৫. একজন মানুষের জীবদ্দশায় তার শরীর থেকে ২২ কিলোগ্রাম চামড়া খসে পড়ে।

১৬. মানুষের মস্কিষ্কের স্মৃতিশক্তি ধারণ ক্ষমতা ৪ টেরাবাইটেরও বেশি।

১৭. পাকস্থলীতে তৈরি অ্যাসিড লোহা পর্যন্ত গলিয়ে দিতে পারে।

১৮. মানুষের আঙুলের ছাপ তৈরি হয় মাত্র ৩ মাস বয়সে, তাও ভ্রুণ অবস্থায়।

১৯. মানুষের মুখের লালায় ওপিওরফিন নামে এক পেনকিলার পাওয়া যায়, যেটা মরফিনের থেকে ৬ গুণ বেশি শক্তিশালী।

২০. আমাদের মস্তিষ্কে যে বিদ্যুৎশক্তি আছে তা দিয়ে একটা ১০ ওয়াটের বাল্ব জ্বালানো সম্ভব।

২১. মেয়েদের তুলনায় ছেলেদের জিভে স্বাদকোরক (টেস্টবাড) কম থাকে।

২২. দাঁতের এনামেল মানুষের শরীরের সবচেয়ে শক্ত পদার্থ।

২৩. নিজের নাক টিপে ধরে রেখে গুনগুন করা অসম্ভব।

নতুন কন্টেন্ট পেতে সাথেই থাকুন

ধন্যবাদ 🥰

Over Samrt


Comments

Popular posts from this blog

যেভাবে ফেইসবুকে হাজার হাজার ফলো নিবেন//Facebook follow,like,and comments

মোবাইল ফোন কিভাবে রেজিষ্ট্রেশন করবেন বা এর বৈধতা জানবেন