Posts

Showing posts from October, 2021

মানুষের শরীল নিয়ে কিছু অজানা তথ্য

Image
  হেলো বন্ধুরা, আজ আলোচনা করবো মানুষের শরীলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে,যা জানলে আপনিও অবাক হবে! তো চলুন জেনে জেওয়া যাক... মানুষের শরীর নিয়ে কিছু অজানা গুরুত্বপূর্ন তথ্যঃ- ১. জীবদ্দশায় একজন মানুষ প্রায় ১৫০ লাখ কোটি তথ্য মনে রাখতে পারে। ২. তৃষ্ণা পাওয়া মানে, শরীর ১ শতাংশ পানি এরমধ্যেই হারিয়ে ফেলেছে। ৩. মস্তিষ্ক প্রতি ঘন্টায় ২৭৪ কিলোমিটার বেগে স্নায়ুতে অনুভূতি প্রেরণ করতে পারে। ৪. ক্যামেরার পারিভাষায় মানুষের চোখ ৫৭৬ মেগাপিক্সেলের। ৫. মানুষের নাক আর কানের বৃদ্ধি কখনো বন্ধ হয় না। ৬. মানুষের দেহের চার ভাগের এক ভাগ হাড়ই থাকে তার পায়ে। ৭. খাবার খেতে মাত্র কয়েক মিনিট লাগলেও তা সম্পূর্ণ হজম করতে আপনার শরীরের প্রায় ১২ ঘন্টা সময় লাগে। ৮. মানুষের ডিএনএ-এর ৯৮.৪ শতাংশ শিম্পাঞ্জির সাথে এবং ৭০ শতাংশ জোঁকের সাথে মিলে যায়। ৯. মানুষের মস্কিষ্ক দিনের বেলার তুলনায় ঘুমের সময় বেশি সক্রিয় থাকে। ১০. মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া বড়োজোর পাঁচ থেকে দম মিনিট বেঁচে থাকতে পারে। ১১. জীবনে যদি একবারও চুল না কাটেন, তবে তা ৭২৫ কিলোমিটার লম্বা হবে। ১২. গন্ধ শুঁকেও ওজন কমানো সম্ভব!! আপেল আর কলার ঘ্রাণে নাকি ওজন কমে...

ফেইসবুক প্রোফাইলকে পেইজে কনভার্ট করার পদ্ধতি

Image
 যেভাবে ফেইসবুক প্রোফাইলকে পেইজে রুপান্তরিত করবেন চলুন জেনে নেওয়া যাক.... অনেক সময় ফেসবুক একাউন্ট পেজে রুপান্তর বা ফেসবুক আইডিকে পেজে রুপান্তর করার প্রয়োজন হয়। ফেসবুকে বন্ধু বেশি হলে তখন ফেসবুক একাউন্টকে ফেসবুক পেজে রুপান্তর করে নিতে হয়। তাছাড়া যারা অনলাইনে কাজ করে তাদের অনেকে প্রথমে নিজের নামে একটি ফেসবুক একাউন্ট তৈরি করে সহজে বন্ধু বৃদ্ধি করে নেয়। তারপর সেই ফেসবুক আইডিকে ফেসবুক পেজে কনভার্ট করে পেজের নাম পরিবর্তন করে অনলাইনের কাজে ব্যবহার করে। এভাবে সহজে এবং অল্প সময়ে একটি পেজের লাইক বৃদ্ধি করে নেওয়া সম্ভব হয়। ফেসবুক প্রোফাইলের কিছু রেসটিকশন এর কারণে অধিকাংশ লোক তাদের ফেসবুক আইডিকে ফেসবুক পেজে রুপান্তর করে নিতে চায়। যারা ফেসবুক আইডিকে ফেসবুক পেজে কনভার্ট করে নিতে চাইছেন, তাদের জন্য মূলত আজকের এই পোস্ট। আজকের পোস্টে আপনি ফেসবুক আইডিকে ফেসবুক পেজে কনভার্ট করার পাশাপাশি এর সহিত সম্পৃক্ত আনুষাঙ্গিক বিষয় সম্পর্কে জানতে পারবেন। প্রতিবারে মত আজকেও আমরা দুটি উপায়ে ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে কনভার্ট করার নিয়ম দেখাব। প্রথমে দেখাবো কিভাবে কম্পিউটার দিয়ে একটি ফেসবুক প্রোফাইলক...

protect/ কিভাবে ফেইসবুক প্রটেক্ট করবেন দেখে নি

Image
 ফেসবুকের একটি নতুন আপডেট সম্প্রতি এসেছে যার নাম৷ Facebook Protect। এই নোটিফিকেশনটি পেয়েছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। তাদেরকে বলা হয়েছে যে ২৮ অক্টোবরের মধ্যে Facebook Protect  নামে যে অপশন টি আছে সেটি যদি চালু না করা হয় তাহলে তাদের Facebook Account Lock  হয়ে যাবে।  ফেসবুক ব্যবহারকারী যারা এই নোটিফিকেশনটি পেয়েছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন যে Facebook Protect  কি এবং এটি কিভাবে কাজ করে এ ব্যাপারে ওয়েবসাইটে বলা হয়েছে যে কিছু অ্যাকাউন্ট বাড়তি নিরাপত্তার জন্যই তারা নতুন ফিচারটি নিয়ে এসেছে।  এই ফিচারটি মূলত যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং প্রচারণা এবং তাদের যারা প্রতিনিধি আছে তাদের একাউন্টকে বাড়তি একটা সুরক্ষা দেবে।  এই ফিচারটি যুক্তরাষ্ট্র জার্মানি সেখানে ব্যবহার করা হয়েছিল যারা নির্বাচন প্রার্থী ছিল তাদের একাউন্টকে সুরক্ষা দেওয়ার কাজে ব্যবহার করা হয়েছিল।  ফিচারটি পৃথিবীর অন্যান্য দেশে এখন থেকে ব্যবহার করা হবে বলেও ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি জানায়। ফেসবুক কতৃপক্ষ আরো জানায় যে আপনার একাউন্টে বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে সেক্...